উদয়পুর: আমবাসা দশমি ঘাট তড়ির কাজ সরজমিনের পরিদর্শন করলেন আমবাসা মহকুমা শাসক ও অন্যান্যরা
আগামীকাল শারদীয় দুর্গাপূজার দশমী তিথি। বিভিন্ন পুজো প্রতিমা নিরঞ্জন করা হয়। সে প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে দশমী ঘাট তৈরি করা হয় আমবাসা মহাকুমাশা সরকারের উদ্যোগে। সেই দশমি ঘাটের কাজ সরজমিনের পরিদর্শন করলেন মহাকুমা শাসক।