ভাঙড় ১: মহা সপ্তমীতে অসুর রুপি মানুষ গুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার অঙ্গীকার করার ডাক শওকাত মোল্লার
সোমবার রাত আটটা নাগাদ তাড়দহ অঞ্চলের গঙ্গাপুর সার্বজনীন দুর্গোৎসবের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।আর সেখান থেকে এলাকাবাসীদের অঙ্গীকার করার আহবান করেন,তিনি বলেন 'ঠিক যেমন দেবী দুর্গা দুর্গতিনাশিনী রূপে অসুর কে বধ করেছিলেন তেমনি, সমাজের অভ্যন্তরে কিছু অসুরদের মানুষের থেকে বিচ্ছিন্ন করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে।