আজ পখন্না কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে চক্ষু অপারেশন শিবির ও বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হল।এই শিবির গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন বড় জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী সহ বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ অর্চিতা বিদ।
বরজোড়া: পখন্না কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হল, উপস্থিত বিধায়ক - Barjora News