আট দফা দাবি না মিটলে ও সমস্যার সমাধান না হলে ২৩শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি তে যেতে বাধ্য হবেন বললেন আশা কর্মীরা। এ রাজ্যে আশা কর্মীরা মা শিশু ও জনসাধারণের গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকেন। তারা একই সাথে অনেকগুলি দপ্তরের অধীনে কাজ করতে বাধ্য হন। জল পরীক্ষা, খেলা, মেলা, ভোট, স্কুল পরীক্ষায় ডিউটি, দুয়ারে সরকার এ ধরনের বহু কষ্টসাধ্য কাজ করেন কিন্তু তার কোন পারিশ্রমিক পাননা। মাসের পর মাস উৎসাহ ভাতা এবং বিভিন্ন কাজের টাকা পাওয়া যাচ্ছেনা।