দার্জিলিং-পালবাজার: দার্জিলিংয়ে প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী,54 টি বুথ মহিলা দ্বারা পরিচালিত,জেলাশাসকের কার্যালয়ে জানান DM
দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৬ শে এপ্রিল। সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোট দান পর্ব চলবে। সোমবার সন্ধ্যে ছটা নাগাদ দার্জিলিং এর জেলাশাসকের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। তিনি বলেন মোট ১৯৯৯ টি বুথে ভোটদান হবে। এছাড়াও প্রতিটা বুথেই রাজ্য পুলিশের পাশাপাশি থাকবে কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও দার্জিলিং লোকসভার অন্তর্গত 54 টি বুথ থাকবে মহিলা দ্বারা পরিচালিত।