মেমারি ১: নাবালক বালক উদ্ধার মেমারিতে
বুধবার সন্ধ্যায় মেমারি থানার অন্তর্গত বনগ্রাম আশ্রম এলাকায় একটি ১৫ বছরের ছেলেকে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা মেমারি থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে মেমারি থানার পুলিশ ওই এলাকায় পৌঁছায়। পুলিশ সূত্রে জানা যায় অনেক চেষ্টা করেও তার কাছ থেকে নাম ঠিকানা উদ্ধার করা যায় নি তাই বৃহস্পতিবার সকালে CWC সহায়তাই আউসগ্রামে রোশনি শেল্টার ফর হোমে বালকটিকে এ স্থানন্তরিত করা হয় তার সঠিক চিকিৎসা ও বাসস্থানের জন্য।