বলরামপুর: বলরামপুরের জামবনিতে ৩০০বছরের বেশি সময় ধরে গাছের তলায় পূজিতা হন মা কালী
তিনশো বছরের বেশি সময় থেকে আজও অবধি খোলা আকাশের নিচে গাছের তলায় পূজিতা হোন বলরামপুরের জামবনির মা কালী।যেখানে নেই কোনো মন্দির নেই কোনো মূর্তি।পুরুলিয়ার বলরামপুর ব্লকের মালডি গ্রামের অদূরে জামবনি মৌজায় খোলা আকাশে আম গাছের তলায় বিরাজমান করেন মা কালী।