ছাতনা: চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কেন্দবেদিয়া গ্রামে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করল ছাতনা আফগারি দপ্তর
বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত কেন্দবেদিয়া গ্রামে চোলাই মদের ঠেকে হানা দিল ছাতনা আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে ছাতনা আবগারি দপ্তর আজ ছাতনা থানার অন্তর্গত কেন্দবেদিয়া গ্রামে হানা দেয়। ছাতনা আবগারি ওসি নরেন্দ্রনাথ রাজওয়ারের নেতৃত্বে আজ অভিযান চালিয়ে ২৫ লিটার আইডি লিকার, ২৪০ লিটার এফ ওয়াস, ১৯ পিস এ হান্ডি বাজেয়াপ্ত করে সেগুলি নষ্ট করে আবগারি পুলিশ।