শেষমেষ হনুমানের তাণ্ডব থেকে রেহাই পেল রামপুরহাট শহরবাসী। মহম্মদ বাজার ও রামপুরহাট ফরেস্ট রেঞ্জার অফিসারদের যৌথ তত্ত্বাবধানে হনুমানটিকে ধরল বনদপ্তর। উল্লেখ্য হনুমানের তাণ্ডবে ভিধ্বস্ত হয়ে উঠেছিল রামপুরহাট শহরবাসী। বেশ কয়েক মাস ধরেই রামপুরহাট শহর জুড়ে চলছে হনুমানের তাণ্ডব।একের পর এক সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন এই হনুমানের আক্রমণে। তবুও প্রশাসন তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। হনুমানের আক্রমণে দুশ্চিন্তায় ভুগছিলেন সাধারণ মানুষ।