কোচবিহার ১: তৃণমূল নেতার বাড়ি থেকে SIR এর ফর্ম বিলি BLO এর, কোচবিহার তীব্র কটাক্ষ বিজেপি জেলা সহ-সভাপতির
তৃণমূল নেতার বাড়ি থেকে SIR এর ফর্ম বিলি BLO এর, কোচবিহার তীব্র কটাক্ষ বিজেপি জেলা সহ-সভাপতির। উল্লেখ্য এসআইআর প্রক্রিয়ার শুরুর দিনে ই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিজেপি। তাদের অভিযোগ যেখানে বাড়ি বাড়ি গিয়ে BLO দের SIR এর ফর্ম দেবার কথা সেখানে নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত অন্দরান ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান আসার আলীর বাড়ি থেকে SIR এর ফর্ম দেওয়া হচ্ছে BLO এর উপস্থিতিতে ।