মোহনপুর: গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ তিনজন বিলিতি মদ বিক্রেতাকে মদসহ গ্রেপ্তার করে শহরের বিভিন্ন এলাকা থেকে
পূজার প্রাক মুহূর্তে প্রতিদিন মদবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পূর্ব থানার পুলিশ। শুক্রবার গোপন খবর ভিত্তিতে গুলবাজার, চন্দ্রপুর ,আড়ালিয়া ও প্রতাপঘর আলাদা আলাদা জায়গায় থেকে মদ বিরোধী অভিযানে তিনজন অবৈধ বিলাতি মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ।