গোপীবল্লভপুর ১: শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের ৪৭তম বর্ষের কালীপুজো
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব এর কালী পূজোর মন্ডপ। রবিবার সন্ধ্যায় বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে মন্ডপের দ্বারোদঘাটন হয়। শোভাযাত্রায় অংশ নেন বিশিষ্ট সামাজসেবী অবনী ঘোষ, সুমন্ত মহান্তি প্রমুখ। জানা গিয়েছে,আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব এর কালী পূজা এবছর ৪৭ তম বর্ষে পদার্পণ করল।পুজা উপলক্ষে তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এবছরের পুজো মন্ডপের থিম বটবৃক্ষ