ব্যারাকপুর ময়ূখ নাট্য সংস্থার ৪৬ তম বর্ষপূর্তি উপলক্ষে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হল নাট্যগোষ্ঠীর ৪৪ তম বর্ষ নাট্য উৎসব চলতি বছর নাট্য উৎসবের মঞ্চ থেকে ময়ূখ নাট্য সম্মান প্রদান করা হয় অনু নাটক বিকাশ মঞ্চের যুগ্ম সম্পাদক মৃণাল চন্দ্র দে কে। এই দিনের নাট্য উৎসবের মঞ্চে মঞ্চস্থ করা হয় কাবুলিওয়ালা ও এই দিন অন্য দিন নাটক এই দিনের নাট্য উৎসব নিয়ে বলতে গিয়ে ময়ূখ নাট্যগোষ্ঠীর সভাপতি দেবাশীষ পাল জানান