গোঘাট ১: পশ্চিমপাড়া এলাকায় দলীয় পতাকা টাঙানোর সময় তৃণমূল কর্মীকে ব্লেড দিয়ে হামলার অভিযোগ BJP র বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার BJP র
পতাকা টাঙানোর সময় এক তৃণমূল কর্মীকে ব্লেড দিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।বৃহস্পতিবার রাত্রি ৯ টা নাগাদ আক্রান্ত তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য পাঠান হয় আরামবাগ মেডিক্যালে।আক্রান্তর নাম জনার্দন দত্ত। অভিযোগ,সন্ধ্যায় গোঘাটের পশ্চিমপাড়া এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিল জনার্দন।সেই সময় স্থানীয় বিজেপি নেতা সুভাষ সাঁতারা সহ কয়েকজন তার উপর চড়াও হয়,ব্লেড দিয়ে হামলা চালায়।রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কামারপুকুর হাসপাতাল ও পরে আরামবাগ স্থানান্তরিত করা হয়