শিলচর: শিলচর তাঁরাপুর কালীবাড়ি এলাকা থেকে পুরুষ,মহিলা সহ ১১ জন রোহিঙ্গা আটক করল পুলিশ
Silchar, Cachar | Sep 17, 2025 শিলচর তারাপুরে কালীবাড়ি রোডে অবস্থিত কালী মন্দির এলাকা থেকে পুলিশ ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। তারা সকলেই হায়দ্রাবাদ থেকে শিলচর এসেছিলেন। তারা তারাপুর কালীবাড়ি রোডে প্রবেশ করে এবং ভাড়া দেওয়ার জন্য বাসা খুঁজছিল। বুধবার সকাল ৯ টায় জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌছে ১১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে।