সিউড়ি ২: ধল্টিকুড়ি গ্রামে যুবকবৃন্দদের পক্ষ থেকে হা ডু ডু খেলার আয়োজন, শুভ উদ্বোধন করলেন সভাধিপতি
বুধবার ধল্টিকুড়ি গ্রামে যুবকবৃন্দদের পক্ষ থেকে হা ডু ডু খেলার আয়োজন করা হয়েছে। আর তারই শুভ উদ্বোধন করলেন ফিতে কেটে সেখানে উপস্থিত হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।