পুরুলিয়া ১: নানা রঙের আলোক সজ্জায় ভরে উঠল ভাটবাঁধ সর্বজনীন কালীপূজা কমিটি
২৪ তম বর্ষে পদার্পণ করল পুরুলিয়ার ভাতবাঁধ সর্বজনীন কালীপূজা কমিটি । মন্দির চত্বরজুড়ে রংবেরঙের আলোক সজ্জায় ভরে উঠেছে এলাকা । এছাড়াও বেনারসের সাধু-সন্তদের মডেল হিসাবে তৈরি করা হয়েছে । আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই পুজোর । গোটা রাত ব্যাপি, আদ্যা শক্তি মহামায়া, মা কালীর পুজো চলে। সেই চিত্র তুলে ধরা হলো এ দিন-র রাত্রি আটটা নাগাদ আজকের প্রতিবেদনে।