গোপীবল্লভপুর ১: টোটোচালক দের উপর আক্রমণের অভিযোগে গোপীবল্লভপুরে মিছিল ও পথ অবরোধ করল ভারতীয় মজদুর সংঘ টোটো কমিটি
রাজ্য সরকারের টোটো রেজিস্ট্রেশন ফি লাগু করার প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে আন্দোলনরত টোটো চালকদের উপর শাসক দলের আক্রমণের অভিযোগ করে গোপীবল্লভপুরে পথে নামল ভারতীয় মজদুর সংঘ টোটো কমিটি। মঙ্গলবার বিকালে সংগঠনের পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে একটি মিছিলের আয়োজন করা হয় পাশাপাশি ঝাড়গ্রাম শহরে আন্দোলনরত টোটো চালকদের উপর শাসক দলের মাতব্বরির অভিযোগ করে পথ অবরোধ করেন সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি চন্দন মহান্তি, প্রদীপ মাদুলি, রঞ্জিত মাদুলি প্রমুখ।