বর্ধমান ১: গাড়ির ব্যাটারি চুরিতে জড়িত থাকার অভিযোগে বাজেকুমারপুর থেকে ৩ জনকে গ্রেপ্তার করলো মাধবডিহি থানার পুলিশ
ধৃতদের নাম স্বপন মালিক, ভক্তিপদ বীর ও কাজল মালিক। ধৃতদের বাড়ি হুগলির আরামবাগ থানার তিরোল গ্রামে। রবিবার ভোররাতে মাধবডিহি থানার বাজেকুমারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের পাকড়াও করে পুলিশ। তারা সেখানে গাড়ির ব্যাটারি চুরির জন্য জড়ো হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ। গত ২৭ আগস্ট ভোররাতে মাধবডিহি থানার উচালন বাজার এলাকায় কয়েকটি গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়। সেই ঘটনায় তারা জড়িত বলে ধৃত তিনজন স্বীকার করেছে বলে পুলিশের দাবি।