সাগর: শীলপাড়া হেন্দলকেটকী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ ে উপস্থিত মন্ত্রী
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের শীলপাড়া শীলপাড়া হেন্দলকেটকী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি পুজোতে উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা তিনি পৌঁছে পুজো মন্ডলের পুজো দেন বুধবার দিন বিকেল পাঁচটা নাগাদ।।