সিউড়ি ১: করিধ্যা এলাকায় কুয়োতে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় এক বৃদ্ধ মৃতদেহর ময়না তদন্ত করানো হলো সিউড়ি সদর হাসপাতালে
Suri 1, Birbhum | Oct 12, 2025 শনিবার দিন সিউড়ি থানার অন্তর্গত কড়িধ্যা এলাকায় এক বৃদ্ধ কুয়োতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। রবিবার দিন সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে ওই বৃদ্ধর মৃতদেহ ময়না তদন্ত করানো হলো। ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পরে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।