ছাতনা: ঝাঁটিপাহাড়ীতে চাঞ্চল্য; রাতের অন্ধকারে ধরা পড়ল ৮ ফুটের রক পাইথন, উদ্ধার বনদপ্তরের
ছাতনার ঝাঁটিপাহাড়ীর আনন্দবাজার এলাকায় সোমবার রাতে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় পাড়ার রাস্তায় হঠাৎ নজরে পড়ল একটি বিশাল ময়াল সাপ। স্থানীয় বাসিন্দারা প্রথমে আলো-আঁধারিতে নড়াচড়া লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখেন প্রায় ৮ ফুট লম্বা ও প্রায় ১৫ কেজি ওজনের এক ইন্ডিয়ান রক পাইথন। অবিলম্বে বনদপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে বনকর্মীরা ঝাঁটিপাহাড়ী পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।