মেদিনীপুর: মেদিনীপুরে জেলা যুব তৃণমূলের বিজয়া সম্মিলনী, উপস্থিত রাজ্য তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত সহ অন্যান্যরা
মেদিনীপুরে চলছে যুব তৃণমূলের বিজয়া সম্মিলনী। রাজ্য নেতৃত্বের নির্দেশে জেলায় জেলায় পালিত হচ্ছে এই বিজয়া সম্মিলনী। আজ বুধবার মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল বা শহীদ প্রদ্যত স্মৃতি সদনে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী। মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফে এদিন বেলা প্রায় ১২ টা নাগাদ শুরু হয় এই বিশেষ অনুষ্ঠানের বরণ পর্ব। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মল্য চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, রাজ্য তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত।