গুসকরার স্কুলমোড়ে ঝালাই করার দোকানে কার্বাইড গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়। এবার ওই ঘটনার তদন্তে এল ফরেন্সিক দল। দুর্গাপুরে থেকে আসা তিন সদস্যের ওই দলটি মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ ঘটনাস্থলে এসে বেশকিছু ছবি তোলার পাশাপাশি দোকান থেকে নমুমাও সংগ্রহ করেন৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা গণেশ রায়ের স্কুলমোড়ে একটি ঝালাই করার দোকান রয়েছে। সেই দোকানেই অক্টোবরের ১৮ তারিখ ভয়াবহ বিস্ফোরণটি হয়।