কুলপি: মৌলের গ্রামের কর্মকার পাড়ার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি অনুষ্ঠানে উপস্থিত কুলফি থানার ওসি
দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলের মৌল গ্রামের কর্মকার পাড়ার সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটিতে মঙ্গলবার দিন সন্ধ্যায় উপস্থিত হন কুলপির থানার ওসি এলাকার বেশ কিছু মানুষদের হাতে স্মারক উপহার তুলে দেন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়