শুশুনিয়া পাহাড়ের পাথুরে ঢাল আবারও জমে উঠেছে অ্যাডভেঞ্চারপ্রেমীদের পদচারণায়। সোমবার থেকে বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমির উদ্যোগে শুরু হয়েছে শৈলারোহন প্রশিক্ষণ কোর্স। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক-যুবতীরা এসে শিখছেন দড়ি-নট বাঁধা, র্যাপেলিং, বেলেয়িংসহ উন্নত ক্লাইম্বিং কৌশল। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আধুনিক সরঞ্জামের ব্যবহারে রাখা হয়েছে বিশেষ নজর। আয়োজকদের আশা, এই কোর্স গড়ে তুলবে নতুন প্রজন্মের দক্ষ ক্লাইম্বার।