খেজুরি ২: গ্রামীন মানুষের দাবিকে মান্যতা দিয়ে আজ সাতখন্ড সাহেবনগরে ঢালাই রাস্তা নির্মাণের সূচনা করেন খেজুরীর প্রধান কালীপদ মন্ডল
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-২ব্লকের খেজুরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতখন্ড সাহেব নগরে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ অথচ দীর্ঘদিন ধরে বেহাল ছিল। সর্বত্র জানিয়েও কোন সুরাহা মেলেনি। অবশেষে ২০২৩শের পঞ্চায়েত নির্বাচনে খেজুরী গ্রাম পঞ্চায়েতে পালা বদল ঘটে । BJP খেজুরী গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আসে। এবং সাতখন্ড সাহেব নগরের মানুষের দাবি মেনে আজ ঢালাই রাস্তা নির্মাণের শুভ সূচনা করেন খেজুরী গ্রাম পঞ্চায়েত প্রধান কালীপদ মন্ডল। সাতখন্ড সাহেব নগরের মানুষজন খেজুরী গ্রাম