সবং: সবংয়ের বলপাই থেকে নিঁখোজ হওয়া যুবতীকে সবং থানা এলাকা থেকেই উদ্ধার করে পরিবারকে তুলে দিলো পুলিশ
কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলপাই এলাকা থেকে এক যুবতি নিখোঁজ হয়। তারপর বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পর না পাওয়ায় সবং থানায় অভিযোগ দায়ের করে ওই পরিবার।অভিযোগ পাওয়ার পরে চারিদিকে খোঁজ খবর করার পর মঙ্গলবার সকালে সবং থানা এলাকা থেকে ওই যুবতীকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই যুবতিকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।সবং থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এই পরিবার।