আজ অর্থাৎ শুক্রবার ভাঙ্গড় নবমতম বইমেলার অন্তিম দিনে সন্ধ্যা 5 টা নাগাদ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণে। বুক স্টল গুলিতেও দেখা যায় পাঠকদের বই কেনার হিড়িক, পাশাপাশি মঞ্চে বিভিন্ন সাংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কলকাতা পুলিশের উদ্যোগে চলে বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মসূচি। গত ২রা জানুয়ারি থেকে শুরু হয় এই বইমেলা ।