কাশীপুর: বিধানসভা ভোটকে সামনে রেখে আগরাবাদ ৭২ নং বুথে বিজেপির সাংগঠনিক বৈঠক
বিধানসভা ভোটকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক। বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় কাশীপুর ব্লকের কাশীপুর মন্ডল 3এর মনিহারা অঞ্চলের আগরাবাদ 72 নং বুথে আয়োজিত হয় সাংগঠনিক বৈঠক। এইদিন কাশীপুর মন্ডল ৩ এর আগরাবাদ 72 নং বুথের সমস্ত সক্রীয় কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।এইদিন SIR নিয়েও হয় আলোচনা।উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার,বিজেপি নেতা মলয় মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।