নন্দকুমার: BJP নন্দকুমার মণ্ডল- 2 এর উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন
ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে ১৯৪৭সালের ২০শে জুন সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গের। তাই পশ্চিমবঙ্গে বসবাসকারী সকলের জন্য আজকের এই দিনটির তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ২০জুন তারিখ টিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করলো BJP নন্দকুমার -২মন্ডল। উপস্থিত ছিলেন BJP তমলুক সাংগঠনিক জেলা এবং মন্ডলের কার্যকর্তা গন