দেগঙ্গা: শ্যামা পূজা উপলক্ষে বাল্য ভোজন করালো দেগঙ্গা থানার পুলিশ প্রশাসন
শ্যামাপূজো উপলক্ষে বাল্য ভোজন করাল দেগঙ্গা ব্লকের দেগঙ্গা থানা। মঙ্গলবার একটা থেকে তিনটি পর্যন্ত এই বাল্য ভোজনের অনুষ্ঠান চলে। এদিন প্রচুর মানুষ বাল্যভোজনে অংশগ্রহণ করে। উল্লেখ্য প্রতিবছর দেগঙ্গা থানায় শ্যামা পুজোর আয়োজন করে পুলিশ প্রশাসন। এ বছরও জমকভাবে শ্যামাপূজো পালিত হচ্ছে।