মোহনপুর: মেঘলিবন ADC ভিলেজের জনগণ জল, রাস্তা সহ বিভিন্ন দাবিতে আগরতলা সিমনা সড়ক অবরোধ করে
হেজামারা ব্লকের অন্তর্গত মেঘলিবন এডিসি ভিলেজের জনগণ বিভিন্ন দাবিকে সামনে রেখে পথ অবরোধে বসে। গ্রামের যাতায়াতের রাস্তা মেরামত করা, অতিসত্বর পানীয় জল সরবরাহ করা, স্থানীয় একটি যাত্রী শেড মেরামত করা সহ বিভিন্ন দাবীকে সামনে রেখে হয় এই পথ অবরোধ।