নামখানা: রেশনের মাল বঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ১১৭ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় দোতলা বাড়ির কাছে
রেশনের মাল বঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ১১৭ নম্বর জাতীয় সড়কে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত দোতলার বাড়ির কাছে স্থানীয় সূত্রে জানা গেছে নামখানা দিক থেকে একটি লরি মাল বোঝাই করে নিয়ে বকখালীর উদ্দেশ্যে আসছিল তখন দোতলা বাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে চালককে উদ্ধার করে নিয়ে যায় হসপিটালে চিকিৎসার জন্য এর পাশাপাশি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে।