পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের বেনাডিহা এলাকায় ২০ থেকে ২২ টি হাতির পাল প্রবেশ করেছে। বনদপ্তর এই হাতি গুলিকে তাড়াতে হিমশিম খেতে হচ্ছে। সোমবার রাতে হাতি তাড়াতে হুলাপ পার্টি ব্যবহার করা হয়। কোনভাবে যাতে গ্রামে হাতি না প্রবেশ করে সেই চেষ্টাই করা হয়। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।