গোঘাট ১: গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রেল আধিকারিকরা।
গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের জট কাটাতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পূর্ব রেল দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীরা জানায় রেল প্রকল্প হোক জলাশয় বাঁচিয়ে অপরদিকে রেল দপ্তরের আধিকারিকরা জানায় জলাশয় বুঝিয়ে রেল প্রকল্প চালু হলে দশ গুণ বেশি জলাশয় বানিয়ে দেবে রেল আধিকারিকরা।