বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত পালসিট টোলপ্লাজার শ্রমিকদের বিক্ষোভে টোলপ্লাজার ম্যানেজার ৪ ঘন্টা অফিসের মধ্যে আটকে থাকলেন। মেমারি ১ ব্লক আই এন টি টি ইউ সি - র ব্লক সভাপতি অর্ক ব্যানার্জীর নেতৃত্বে ৮ দফার দাবিতে অবস্থান বিক্ষোভ দেখালো টোলপ্লাজার শ্রমিকরা।