গোসাবা: আমতলীতে,আমতলী GP এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্য ও অঞ্চল তৃণমূলের নেতৃত্ব কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন
আমতলীতে, আমতলী গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্য,সদস্যা,ও অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন আমতলী অঞ্চল তৃণমূল সভাপতি রঞ্জন মন্ডল রবিবার বিকালে।উপস্থিত ছিলেন আমতলী GP র প্রধান অঞ্জলী সরদার সহ এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্য ও অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা।