দত্তপুকুর নিবাধূই স্কুলের মাঠের সঙ্গে মনীষীরা জড়িয়ে আছে বললেন আমাডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের তহবিলের ৭৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে দত্তপুকুর নিবাধূই উচ্চ বিদ্যালয়ের মাঠ সংস্কারের জন্য। সেই মাঠের কাজ ইতিমধ্যেই শুরু হলেও চতুর্দিক পাঁচিল দেওয়ায় জটিলতা ছিল সেই সমস্যা মিটিয়ে আজ জমি মাপা হল। এই বিষয় নিয়ে আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান জানান