আমোদর তীরে উৎসবের সুর জয়রামবাটিতে শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষের সারদা মেলা।আমোদর তীরে দ্বিতীয় বর্ষের সারদা মেলা।কামারপুকুরের রামকৃষ্ণ মেলার আদলে বাঁকুড়ার জয়রামবাটিতেও গতবছর থেকে শুরু হয়েছে মা সারদা মেলা। আমোদর নদের তীরে আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মা সারদা আমোদর নদকে গঙ্গা বলতেন, সেই কথা স্মরণে রেখে হরিদ্বারের সাধুদের অংশগ্রহণে ঘাটে বিশেষ গঙ্গারতীর আয়োজন করা হয়েছে। মেলাকে ঘিরে স্থানীয়দের উন্মাদনা তুঙ্গে এবং থাকছে বি