মুরারই ১: কালীপুজোর দিনে গণেশ পুজো, পুজো ঘিরে বসেছে গ্রামে মেলাও
মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের ভবানীপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। জানা গিয়েছে এই গ্রামে কালীপুজো হয় না, তবে কালীপুজোর দিনে তারা, সর্বজনীন গণেশ পূজা করে থাকেন। আজ ২১ অক্টোবর তার দ্বিতীয় দিন। গণেশ পূজো উপলক্ষে গ্রামের মন্দির প্রাঙ্গণে বসেছে মেলা। পাশাপাশি আরো জানা গিয়েছে পুজো কমিটির কাছ থেকে, গনেশ পূজা উপলক্ষে আজ মঙ্গলবার রাত্রিতে অনুষ্ঠিত হবে সংস্কৃত অনুষ্ঠান। এদিন মঙ্গলবার বিকেলের দিকে সেই গণেশ পূজো ও মেলার চিত্র তুলে ধরলাম পাবলিক অ্যাপ