গোসাবা: বারুইপুর প্রেসক্লাব আয়োজিত জেলার সেরা পুজোর শিরোপা জিতে নিল রামনগর হরিশপুর কচুখালী সার্বজনীন পঞ্চদশ দুর্গোৎসব পূজা
বারুইপুর প্রেসক্লাব আয়োজিত জেলার সেরা পুজোর শিরোপা জিতে নিল রামনগর হরিশপুর কচুখালী সার্বজনীন পঞ্চদশ দুর্গোৎসব পূজা কমিটি। তাদের পূজা এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে।এবছর তাঁদের পূজা মণ্ডপে মায়ের ১৫টি রূপ তুলে ধরা হয়েছে। এই দুর্গাপূজা উপলক্ষে সাত দিনের মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।