পুরশুড়া: পুরশুড়ার হরিহরে ঢালাই রাস্তার দাবিতে মহিলাদের বিক্ষোভ রাস্তা না হলে ভোট বয়কটের হুমকি
পুরশুড়ার হরিহর গ্রামের ১৩১ নম্বর বুথের মহিলাদের রাস্তার দাবিতে ভোট বয়কটের হুমকি। স্থানীয় মহিলাদের দাবি সিপিএমের আমলেও হয় নি তৃণমূল সরকার ১৩ বছর সরকারে এলেও হয়নি ঢালাই রাস্তা। তাই এবার রাস্তা হলে তবে ভোট।নচেৎ ভোট বয়কট করা হবে বলে মহিলারা বিক্ষোভ দেখান।