মেমারি শহরের মধ্যে কৃষ্ণ বাজারের রেলগেট পড়লে যান জট রোজকারের ঘটনা। কিন্ত বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টা নাগাদ এক রেল গেটের যানজটে এক অন্য ঘটনা ঘটে গেলো। ওই সময় দুজনের সাথে ঝামেলা হয় এমনকি মারামারি ঘটে। জানা যায় মেমারি স্টেশন থেকে একটি টোটো বেরোনোর সময় রেলগেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে যায়। যদিও কি কারণে ওই ঝামেলা তার সঠিক কারণ জানা যায়নি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি মারামারি করছে।