কেরলে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল হলদিবাড়ির এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর রায় (২৭)। বাড়ি হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ি এলাকায়। জানা গিয়েছে, জীবিকার তাগিদে শুভঙ্কর কেরলের কল্লমে শ্রমিকের কাজ করতেন। গত বুধবার সকালে কাজে যাওয়ার সময় একটি কন্টেনার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া।