কাটোয়া ১: শ্রীখন্ডতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে হাজির কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী
রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শিবির আয়োজিত হলো শ্রীখন্ডতে। বানসারা রয়্যালের কর্তৃপক্ষের উদ্যোগে কাটোয়ার শ্রীক্ষন্ডে রাধামাধব ফ্লাওয়ার মিল প্রাঙ্গণে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটির আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। প্রথমেই আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। জানা যায় এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।