পুরুলিয়া ১: শিমুলিয়া মোড়ে নেশাগ্রস্ত চালকদের উপর এক বিশেষ অভিযান পুলিশের
এদিন রাত্রি নটা নাগাদ শিমুলিয়া মোড়ে টামনা থানা পুলিশের উদ্যোগে নেশাগ্রস্ত চালকদের উপর এক বিশেষ অভিযান চালানো হয় এবং চেকিং করা হয়। পুলিশের পক্ষ থেকে জানা গেছে এই চেকিং মূলত প্রায় দিনেই হয়ে থাকে কারণ একটাই যাতে কোন চালক নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালায় এবং মেশিন দিয়ে প্রত্যেকটা গাড়ি চালককে চেক করা হয় সে নেশাগ্রস্ত আছে কিনা এবং অবশ্যই দেখা হয় গাড়ির বৈধ কাগজপত্র।