দাঁতন ১: দাঁতনে না পাওয়া পূজা মন্ডপকে সরকারি অনুদান পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক!
ক্লাবের পুজোর অনুষ্ঠানে গিয়ে সেই ক্লাবকে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের মালপাড়া তে একটি পুজোর অনুষ্ঠানে গিয়ে ওই ক্লাব সংগঠনটিকে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এদিন তিনি বলেন এই পুজো কমিটি আগামী দু-তিন দিনের মধ্যে সরকারি অনুদান পেয়ে যাবেন যে সরকারি অনুদান কে নিয়ে বিরোধীরা কটাক্ষ করছেন তাদের এসে দেখে যাওয়া উচিত।