পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদা স্টেডিয়ামে ফুটবল মাঠের কাজ দ্রুত সম্পন্ন হবে। রবিবার পরিদর্শন করলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট।করা হলো মাপ ঝোক নতুন বছরের শুরুতেই বেলদা স্টেডিয়ামে ফুটবল মাঠ উপহার পাবে বেলদা বাসী। মাটি ফেলে মাঠ সমান করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে