নয়াগ্রাম: পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝাড়গ্রামে হলো রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা, জেলার মোট পরীক্ষার্থী ২০,২০০ জন
রবিবার রাজ্য জুড়ে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলো। সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার একাধিক ব্লকের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা উপস্থিত হতে শুরু করেন। জেলার ৪৮টি কেন্দ্রে মোট ২০,২০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ অন্যান্য অফিসাররা সরেজমিনে কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন। পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।